বই-গান-গল্প

নাহ, আর বইপত্তর এখানে দেব না ঠিক করলুম! বই বানাতে অনেক সময় ব্যয় হয়। আজকাল আবার সময়ের আর সময় থাকে না আমার সাথে মুলাকাত করার। অগত্যা সময়ের অভাবেই আমি কিছুটা হাত গুটিয়ে নিয়েছি।
কিছুদিন আগে এক ঝাঁক উঠতি সাহিত্যিকের সাথে কথা হচ্ছিল। এঁদের মধ্যে কেউ নবীন, কেউ প্রবীন আবার কেউ বা প্রৌঢ়।  সবারই মতামত একরকম। বাংলা বই, বিশেষত কলকাতার বাজারে বাংলা বইয়ের কাটতি নেই বিশেষ। হাল আমলে কিছু ওয়েবজিনের দৌলতে কয়েকজন নাম করেছেন ঠিকই, কিন্তু ওই ফ্রি হোম ডেলিভারি সার্ভিস আর তাদের সাহিত্য একইরকম। যতই ভালো সার্ভিস দিক, তারা নিম্নমানের কর্মচারী।

পশ্চিম বাংলার বুকে ভাল লেখার আশায় আমরা বুক বেঁধে বসে থাকি পুজাবার্ষিকীগুলোর আশায়। কিন্তু ফি বছর এত্ত সস্তামাপের কাহিনী, গল্প উপাদান আধিক্যের ফলে আমাদের সে আকাঙখায় কিভাবে যেন ধূলিসাৎ ঘটে। অগত্যা বই মেলা! কিন্তু সে তো মহানাগরিকের! বাংলাকে আঁকড়ে যে আরো ৭কোটি ৫০ লক্ষ মানুষ বেঁচে আছে তা যেন প্রকাশকরাও ভুলে যায়। 
সুতরাং বাংলা সাহিত্যের অবস্থা সঙ্গীন। এ অবস্থায় যদি আরও কিছু বই পত্র বা পত্রিকা সারা আন্তর্জালে ছড়িয়ে পড়ে তবে সে তো চিন্তার একটা প্রধান বিষয় বই কি!
তাই ঠিক করলাম আর বই পত্র দেব না। যখন পরিকল্পনা করেছিলাম বই দেবার তখন শুধুমাত্র পশ্চিম বঙ্গের বাইরে তথা ভিন রাজ্যে, প্রবাসে ও বাংলাদেশের পাঠকের কথা ভেবেই আমরা বইয়ের আদান প্রদান করতাম। এখন আর তার প্রয়োজন নেই।
অনলাইন ডেলিভারির মাধ্যমে এখন ভারতের প্রত্যন্ত অঞ্চলেও বই পৌঁছে যায়। রইল প্রসঙ্গ প্রবাসীদের তো তাদের জন্য একটা অত্যন্ত ভালো বাংলা বইয়ের সাইট আছে http://www.pathagar.net, যেখান থেকে তাঁরা বই পড়ার খিদে মেটাতে পারেন। তবে সেখানে সদস্যপদের জন্য বাৎসরিক কিছু ডলার দক্ষিণা দিতে হয়। দিতে হবেই না বা কেন? ওরা অত্যন্ত সুচারুভাবে বইয়ের সংগ্রহ বৃদ্ধি করে। পাঠকের অনুরোধে বই দেয়ও। এবং বই যাতে মুক্ত জালে ছড়িয়ে না পড়ে তার জন্য এরা নিজেদের বদ্ধজালে আবদ্ধ রেখেছে। সুতরাং প্রবাসীদের পক্ষে এটুকু সহায়তা করা দুরূহ কিছু নয়।

প্রসঙ্গে আসি বাংলাদেশের পাঠকের কাছে ভারতের বই পৌঁছে দেওয়ার আবার উল্টোটার ব্যাপারে।
ভারতের বই আজকাল বাংলাদেশের সমস্ত বই দোকান জুড়ে ছড়িয়ে আছে। খুঁজে পেতে ও কিনতে কোনো অসুবিধে নেই। আর বাংলাদেশের বইও ভারতে পাওয়া যাচ্ছে আজকাল। তবে বাংলাদেশে যেমন এত ব্যাপকহারে ভারতীয় বই পাওয়া যায় ভারতে হয়তো প্রকৃত অর্থে তেমন নয়। অনেকটা কম। তবে আশার বিষয় আগে বাংলাদেশের বইয়ের প্রচলন একদম ছিল না। এখন তা বহুলাংশে বেড়েছে। আর ভবিষ্যতে আরও বাড়বে।
তাই এই আশা রেখেই আমি ঠিক করেছি আর কোনো বই এখানে দেব না যদি না তা কপিরাইট সর্বস্ব হয় এবং যদি না দুষ্প্রাপ্য হয়।
বরং আমরা এখানে আলোচনা করব কি বই পড়ব, কেন পড়ব। আড্ডা দেব গান গাল গল্প নিয়ে। আমি বিশ্বাস রাখি আপনাদের তা আরও ভালো লাগবে।


 
Copyright (c) 2010. Blogger templates by MPB